
প্রতিটি রবি প্রিপেইড সংযোগের জন্যে আপনি এখন আকর্ষণীয় মূল্যে ১৬ জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন!
৯ টাকায় ১ জিবি ইন্টারনেট
প্রথমবার ৩৪ টাকা,৫৪ টাকার ইজিলোড রিচার্জের পর ৯ টাকা ইজিলোড রিচার্জ করে আপনি ১ জিবি ইন্টারনেট কিনতে পারবেন।
৯ টাকায় ১ জিবি ইন্টারনেট প্যাক কিনতে হলে আপনাকে অবশ্যই প্রথমে ৩৪ টাকা,৫৪ টাকা রিচার্জ করতে হবে। প্রথমবার রিচার্জ অর্থ হচ্ছে এর আগে কখনো রিচার্জ করা হয়নি।
- ১ জিবি ইন্টারনেট প্যাকের মেয়াদ: ৭ ক্যালেন্ডার দিন (গ্রহণের দিন থেকে)
- ইন্টারনেট ব্যবহার সময়: ২৪ ঘন্টা
- কতবার কেনা যাবে:
- সর্বোচ্চ ১৬ মাস পর্যন্ত মাসে ১ বার।
- প্যাক কেনার দিন থেকে ৩০ ক্যালেন্ডার দিনের মধ্যে ১ জিবি ইন্টারনেট প্যাক নিষিদ্ধ থাকবে।
- ৩০ দিনের মধ্যে ৯ টাকা রিচার্জ করা হলে সেটি স্বাভাবিক মূল অ্যাকাউন্ট ব্যালেন্স হিসেবে গৃহীত হবে, এবং ১ জিবি ইন্টারনেট বরাদ্দ হবে না।
মেইনএকাউন্ট-এ ২৫ টাকা, ২ জিবি ইন্টারনেট এবং ২৫ মিনিট(যে কোন লোকাল অপারেটরে)
৫৪ টাকা প্রথমবার রিচার্জ করলে গ্রাহক নিচের সুবিধাদি উপভোগ করবেন:
- মেইনএকাউন্ট -এ ২৫ টাকা
- ৭ দিন মেয়াদে ২ জিবি ইন্টারনেট
- ২৫ মিনিট যেকোন নাম্বারে
রিচার্জ- ভিত্তিক রেট-কাটার:
Read more at https://www.robi.com.bd/packages/prepaid/new-connections/regular-package#Bhve2m1Dp8y3HvA7.99
বিবরণ | ২৯ টাকা ইজিলোড রিচার্জ |
---|---|
যেকোন নাম্বারে (প্রতি মিনিট) | ০.৫০ |
পালস্ | ১০ সেকেন্ড |
মেয়াদ (দিন) | ৩০ (প্রথমবার ৩৪ টাকা অথবা ২৯ টাকা রিচার্জের ক্ষেত্রে); ৯০ (প্রথমবার ৫৪ টাকা রিচার্জে ক্ষেত্রে) |
বিশেষ ডাটা প্যাক:
- ৫১ টাকায় ১ জিবি ইন্টারনেট
- সিম চালু হওয়ার দিন থেকে এটি ১ মাসে ৪ বার কেনা যাবে, এবং সপ্তাহে একবার, যার মেয়াদ থাকবে ৭ দিন।
- নতুন সিমের গ্রাহকের জন্যে এটি প্রযোজ্য।
চালুকরণ বোনাস:
- মূল অ্যাকাউন্টে ৫ টাকা ব্যালেন্স
- মেয়াদ: ১৫ দিন
- মাই স্পোর্টস এ গ্রাহক ৭ দিনের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবে
- রবি থেকে রবি আনলিমিটেড এসএমএস ব্যবহার করা যাবে, অ্যাক্টিভেশন তারিখ থেকে ৩০ দিন
- বোনাস এসএমএস ব্যবহার সময়: ২৪ ঘন্টা
- মেয়াদ: ৩০ দিন
- ৩০ দিন মেয়াদ শেষ হওয়ার পরে: ৫০ পয়সা/লোকাল এসএমএস
অতিরিক্ত তথ্য:
- প্যাকের মেয়াদকালীন সময়ে কোন পিপিইউ শক পাবেন না।
- মূল প্যাকের সমানই বোনাসের মেয়াদ হবে।
- অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স ও মেয়াদ চেক করতে *১২৩*৩*৫# ডায়াল করুন।
- বুস্টার পেতে হলে *৮৪৪৪*৫# ডায়াল করুন।
সাধারণ শর্ত:
- বিদ্যমান মেয়াদকালে একাধিকবার রিচার্জ করা হলে সর্বোচ্চ মেয়াদের সময়কাল কার্যকর থাকবে।
- (রিচার্জ-ভিত্তিক রেট-কাটার শেষ হওয়ার পরে)ডিফল্ট কলরেট ২১.৫ পয়সা/ ১০ সেকেন্ড প্রযোজ্য হবে।
- একটি হ্যান্ডসেট কেবল একবারই রিচার্জ ভিত্তিক (৩৪/৯/৫৪ টাকা রিচার্জে) আকর্ষণীয় এই ইন্টারনেট অফারের উপযুক্ত হবে, একাধিক সিম থাকলেও।
- প্রতিটি নতুন রবি প্রিপেইড সংযোগের ক্ষেত্রে গ্রাহক আকর্ষণীয় মূল্যে ১৬ জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
- অব্যবহৃত ইন্টারনেট পরে ব্যবহার করা যাবে না।
- এই নতুন প্যাকে মাইগ্রেশন করা যাবে না। তবে, এই প্যাক থেকে অন্যত্র মাইগ্রেশন করা যাবে। অন্যান্য রবি প্যাকেজে মাইগ্রেশন করলে গ্রাহক তার বিদ্যমান ডাটা প্যাক (যদি থাকে) ব্যবহার করতে পারবেন।
- যে কোন সময়ে রবি এই অফারে পরিবর্তন আনতে পারে।
- সীমিত সময়ের জন্যে অফারটি কার্যকর থাকবে।
ব্যালেন্স চেক কোডসমূহ:
বিস্তারিত | কোড |
---|---|
কী অ্যাকাউন্ট ব্যালেন্স | * ২২২ # |
বোনাস এসএমএস | ২২২ * ১০ # |
ইন্টারনেট/বোনাস ইন্টারনেট | * ১২৩ * ৩ * ৫ # |
রবি-অন্যান্য /লোকাল অপারেটর | * ২২২ * ২ # |
মূল ট্যারিফের উপর ৫% সম্পূরক শুল্ক, ১৫% ভ্যাট ও ১% সারচার্জ প্রযোজ্য হবে।
- রবি /কর্তৃপক্ষ কোনো প্রকার পূর্ব ঘোষণা ব্যাতীত এই প্রতিযোগিতা/ কুইজ/ক্যাম্পেইন/ অফার যে কোনো প্রকার পরিবর্তন/পরিমার্জন/ /সংশোধন/বিয়োজন/ রহিতকরণ অথবা সম্পূর্ণ বাতিল করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে
- রবি /কর্তৃপক্ষ গৃহীত এই প্রতিযোগিতা/কুইজ/ক্যাম্পেইন/অফার বিষয়ক যেকোনো সিদ্ধান্ত সম্পূর্ণ এবং চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
Leave a Reply